Sunday, August 13, 2017

Danger setuation For Bangladesh roan.


https://www.youtube.com/watch?v=YR47zhoxnGE&t=3s


আসুন সবাই মিলে দেশটাকে বেচে দেই !!
রামপাল বিদ্যুৎকেন্দ্রে নির্মানে মোট ব্যয়ের ৭০% বিদেশী ব্যাংক থেকে ঋন আনা হবে।এর সমস্ত সুদ বহন করবে বাংলাদেশ।বাকি ৩০% ব্যয়ের ১৫% বহন করবে বাংলাদেশের রাষ্ট্রায়াত্ত বৈদ্যুতিক প্রতিষ্ঠান পিডিবি এবং ১৫% ভারতীয় রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান এনটিপিসি।
প্রকল্পের লাভ ভাগ হবে ঠিক সমান হারে!
৫০% বাংলাদেশ, বাকি ৫০% ভারতীয় এনটিপিসি!
প্রকল্প কোন রকম আর্থিক ঝুকির মুখোমুখি হলে সমস্ত ক্ষয়ক্ষতি বহন করবে বাংলাদেশ!!
আপনার জন্য একটা ছোট্ট কুইজ, ৭০% ঋন আমাদের কোনদেশ দিবে?? 😉
হিসেবটা খুব সহজ, ৮৫% ব্যয় ও সমস্ত আর্থিক ঝুঁকি বহন করে বাংলাদেশের লাভের পরিমাণ(যদি আদৌ হয়) ৫০%, আর ১৫% ব্যয় ও কোনরূপ আর্থিক ঝুঁকির ভাগিদার না হয়েই ভারতীয় এনটিপিসির লাভের পরিমাণ ৫০%!
সবাই বলুন মারহাবা 😃
আর হ্যা আপনি কুইজের সঠিক উত্তর দিতে পেরেছেন।আমরা পার্শ্ববর্তী বন্ধুদেশ থেকেই ঋন নিচ্ছি 😉
হিসেব এখনো শেষ হয়নি।
বাংলাদেশী প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপ দেশে তিনটি পাওয়ার প্ল্যান্ট স্থাপন করছে।তার মধ্যে মুন্সিগঞ্জের মাওয়া পাওয়ার প্ল্যান্ট থেকে সরকার বিদ্যুৎ কিনবে ৪ টাকা প্রতি ইউনিট ও খুলনার লবনচড়া এবং চট্টগ্রামের আনোয়ারা প্ল্যান্ট থেকে ৩ টাকা ৮০ পয়সা দরে প্রতি ইউনিট বিদ্যুৎ কেনা হবে।অথচ রামপাল থেকে একই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আমরা কিনবো ৮ টাকা ৮৫পয়সা দরে!!!!
দ্বিগুনেরও মাত্র বেশী কিছু টাকা।
আবারো বলুন মারহাবা 😃
.
রামপালে প্রয়োজনীয় সমস্ত কয়লা আমদানী করা হবে বন্ধুদেশ থেকে।
টেনশন নিবেন না, চুক্তিও কমপ্লিট।
টন প্রতি দাম পড়বে মাত্র ১৪৫ ডলার!
প্রতিদিন লাগবে মাত্র ১৩০০০+ টন কয়লা।
বিশ্ববাজারে কয়লার টনপ্রতি দামটা জানতে চান??
কোয়ালিটি অনুযায়ী সর্বোচ্চ ৫০-৮০ ডলারের কাছাকাছি।
এবং আবারো বলুন মারহাবা 😕
.
বিশেষজ্ঞদের মতে প্রতিদিন বিদ্যুৎকেন্দ্রটি যদি ২০ ঘন্টা করে ৩০ বছর চালু থাকে এবং ইউনিট প্রতি ৪ টাকা ৮৫ টাকা আর্থিক ক্ষতি ধরা হয় কেবল তাহলেই অঙ্কটা দাড়াবে এক লাখ চল্লিশ হাজার কোটি টাকা!!!
পরিবেশগত ও অন্যান্য দীর্ঘমেয়াদী ক্ষতির কথা বাদই দিলাম।
এরপরেও আপনি রামপাল প্রকল্পের পক্ষে নাকি বিপক্ষে থাকবেন এটা কেবল আপনারই ইচ্ছে।
উৎস: আব্দুল্লাহ
I couldn't but share..
Please have a think 🤔
This is not the end .....if you look at the today's news in BD. Half of the country under water !! Where is this water ? It's from our so called friends India. I am so sorry....please wake up, raise your voice against injustice and .....this is our moral responsibility.

Writing by # Md. Shahadat Hossain

No comments: